32 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে ঢাকার কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে। মো. ইলিয়াছ (৫০) চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

নগরীর হালিশহর থানার সাবেক অফিসার ইনিচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া একই অভিযোগে গত বছরের আগস্টে কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও ইলিয়াছ আসামি হিসেবে আছেন বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ