বিএনএ, চট্টগ্রাম : নানা আয়োজনে নরসিংদী জেলা সমিতি চট্টগ্রামের ত্রি-বার্ষিক সাধারণ কাউন্সিল অধিবেশন ও রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১জানুয়ারি) নগরীর খুলশীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সমিতির সভাপতি অধ্যাপক আবদুল হালিমের সভাপতিত্বে আরিফন আফরিন ও আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ.এম এ এম জুনায়েদ ছিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসটিসির বিভাগীয় প্রধান ড.মোঃ বদিউল আলম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.স্বপন কুমার রায়, ইউরিয়া ফার্টিলাইজারের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম খন্দকার, খুলশি আঞ্চলিক মুরগি খামারের উপ পরিচালক ডাঃ নজরুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগ, সহকারী অধ্যাপক অনজিম আফরিন, নৃবিজ্ঞান বিভাগ, সহযোগী অধ্যাপক নুসরাত জাহান, প্রাণিবিদ্যা বিভাগ, মোঃ কামাল হোসেন, মোঃ কামরুজ্জামান, প্রকোশলী মোঃ নুরুল আমীন ভূইয়া, ডাঃ মাসুদ রানা, ভাস্কর অলি মাহমুদ, সোলাইমান খান মাসুম এবং চট্টগ্রামে বসবাসরত নরসিংদী জেলার বিভিন্ন পেশাজীবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নরসিংদীর ছাত্র/ছাত্রীবৃন্দ।
পরে সাংগঠনিক অধিবেশনে সমিতির ২০২৫-২০২৭-ইং সময়ের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আসাদুজ্জামান মৃধা এবং কমিশনের সদস্য ছিলেন ড. সাইফুল ইসলাম ও ভাস্কর অলি মাহমুদ।
সমিতির সকল সদস্যের উপস্থিতিতে ২০২৫-২০২৭-ইং সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়। মোঃ ওবায়দুল হক কানন সভাপতি ও মোঃ কামাল হোসেন কে সাধারন সম্পাদক করে সমিতির ২১ সদস্য বিশিয় কার্যকরী কমিটি গঠন করা হয়।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী