21 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » হালদা থেকে অবৈধ সাড়ে ৮ হাজার মিটার জাল জব্দ

হালদা থেকে অবৈধ সাড়ে ৮ হাজার মিটার জাল জব্দ

হালদা থেকে অবৈধ সাড়ে ৮ হাজার মিটার জাল জব্দ

বিএনএ, চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়েছ । উদ্ধার করা জালের পরিমাণ সাড়ে ৮হাজার মিটার। এসব জালের বাজার মুল্য প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা।

রোববার (১২ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর রাউজানের সত্তারঘাট থেকে কর্ণফুলী নদীর সংযোগ মোহরা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর।

পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়ে ফেলা হয়েছে। অভিযানে বিশেষ ভাবে সহযোগিতা করেন নৌ পুলিশ দল।

রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে আমাদের।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ