31 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কাওরান বাজার বস্তিতে আগুন : শিশু ও নারীর মরদেহ উদ্ধার

কাওরান বাজার বস্তিতে আগুন : শিশু ও নারীর মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে (বিএফডিসি’র পাশে) আগুনের ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম হতাহতের তথ্য নিশ্চিত করেন।

আগুনে বস্তির প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। ফায়ার সার্ভিসের সহযোগিতায় শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ