30 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান আর নেই

বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান আর নেই


বিএনএ, কক্সবাজার : বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুস সোবাহান (৮২) আর নেই। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের উখিয়া হলদিয়া, মরিচ্যা পালং এর  নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি–রাজেউন)

ক্যাপ্টেন (অব.) আবদুস সোবহান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কক্সবাজার জেলা (তৎকালীন মহকুমা) এর স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন তিনি। তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্টের গর্বিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুস সোবাহান উখিয়ার মরিচ্যাপালং মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুস সোবাহান এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ জন বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ