26 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ৮ দফা দাবিতে সাভারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

৮ দফা দাবিতে সাভারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

৮ দফা দাবিতে সাভারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

বিএনএ, সাভার : করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবিতে সাভারে রানা প্লাজার সামনে মানববন্ধন করেছে ঢাকা জেলা ছাত্র ইউনিয়ন। বুধবার(১৩ জানুয়ারী) সকালে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা সংসদের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ রেদোয়ান, ধামরাই থানার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিফাত, সাভার সংসদের কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক সৈকত ইসলাম সৈয়দ, কেরানিগঞ্জ উপজেলা সংসদের আহবায়ক মাহবুবুর রহমান শোভন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় দেশের নিম্ন আয়ের মানুষ বিপর্যস্ত। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের নিকট থেকে উচ্চ ফি আদায় করছে। নামে বেনামে ফি নির্ধারণ করে ছাত্রদের ওপর নিপীড়ন চালাচ্ছে। অবিলম্বে এসব ফি আদায় বন্ধ করতে হবে।

সমাবেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান, এইচএসসি ফল দ্রুত প্রকাশ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণাসহ ৮ দফা দাবি জানানো হয়। একইসঙ্গে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ