32 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ জন

প্রার্থিতা ফিরে পেলেন ৩৬ জন


বিএনএ, চট্টগ্রাম : নির্বাচন কমিশনারের কাছে করা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৬ জন।  এছাড়া তিন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আপিল শুনানির তৃতীয় দিনে এ সিদ্ধান্ত দেয়া হয়।

বৈধ হওয়া প্রার্থীদের নাম: বৈধ হওয়া প্রার্থীরা হলেন কুমিল্লা-১ আসনে ইসলামী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন, ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী বশির উদ্দিন, যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন সুলতান, ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি, গোপালগঞ্জ-২ আসনে জাসদের প্রার্থী ফুলমিয়া মোল্লা, সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, রংপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী তজিম উদ্দিন ভূঁইয়া, রংপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে গণফোরামের প্রার্থী আব্দুর রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুম ইকবাল, নোয়াখালী-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী কাজী সরওয়ার আলম, ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিন, মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফন্টের আব্দুর রউফ, নোয়াখালী-২ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুস সালাম, ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল, সিলেট-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জহির, সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির আবুল হোসেন, সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম, নোয়াখালী-৩ আসনে জাসদের জয়নাল আবদীন, কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির এম অহিদুর রহমান, লালমনিরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী, নীলফামারী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী, গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার, ফরিদপুর-৩ আসনে বিএনএমের প্রার্থী গোলাম রব্বানী খান, ঢাকা-১৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ, ঢাকা-৭ আসনে জাসদের প্রার্থী ইদ্রিস ব্যাপারী, নরসিংদী-৫ আসনে বিএনএফের বিটু মিয়া, নরসিংদী-৩ আসনে গণফোরামের মাহফুজুর রহমান, ফেনী-১ আসনে জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান, নোয়াখালী-৬ আসনে জাতীয় পার্টির মুশফিকুর রহমান ও ঢাকা-১৮ আসনে তৃণমূল-বিএনপির প্রার্থী মোহাম্মদ মফিজুর রহমান।

স্থগিত প্রার্থী: আপিল নিষ্পত্তি না করে পেন্ডিং অবস্থায় রাখা তিন প্রার্থী হলেন খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনিরা সুলতানা, নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ও সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রেজাউল রশিদ খান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ