বিএনএ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়াউর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাকরি দেয়ার নামে ওই ব্যক্তি সোয়া ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার রাতে জিয়াউরকে আটকের বিষয়টি জানিয়েছেন শাহজালাল বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক জিয়া।
আটক জিয়াউর রহমানের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। তিনি বিমানবন্দরের কার্গো ভিলেজের লোডার।
জিয়াউল হক জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) লোডার জিয়াউর রহমান কয়েকজনকে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেন। তিনি নিজেকে কাস্টমস কর্মকর্তা বলে পরিচয় দিতেন। ভুক্তভোগী রাসেল আহমেদ (২৬), আরজু (৩৪), মোস্তাক (৫৭) ও শরিফুল ইসলাম (২৬) আজ তার বিরুদ্ধে অভিযোগ দেন।
এপিবিএনের এই কর্মকর্তা জানান, জিয়াউর সিনিয়র কাস্টমস অফিসার পরিচয়ে রাসেল ও শরিফুলকে বেসরকারি উড়োজাহাজ সংস্থায় চাকরি দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেয়ার জন্য আরজুর কাছ থেকে সোয়া লাখ এবং মোস্তাকের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেন।
বিএনএনিউজ২৪/ এমএইচ
Total Viewed and Shared : 149