বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ১ নং আধার মানিক গ্রামে হাজী বাচা মিয়ার সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়া উপজেলার বাংলা বাজার পূর্ব সোনা দিয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সে ৪ বছর ধরে রাউজানের আধার মানিক গ্রামের মো. হাসেম নামে এক ব্যক্তির বাসায় কৃষি কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোববার সকাল কৃষি জমিত জমে থাকা বৃষ্টির পানি সেচ দিতে গিয়ে আসিফ বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিএনএ/ শফিউল আলম, ওজি
Total Viewed and Shared : 138