16 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, আদালতে মামলা

আনোয়ারায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, আদালতে মামলা

আনোয়ারায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৌরশী জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে। এঘটনায় থানায় মামলা নিতে গড়িমসি করায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ তাদের ভাই একজন থানার ওসি হওয়াতে তাদের ওপর বার বার হামলা করছে।এমনকি স্থানীয়দেরকেও জিম্মি করে রাখছে। এর মধ্যে ওই ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ করা হয়েছিল।

জানা যায়, গত ১৯ অক্টোবর চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আহত মুহাম্মদ হাছন (৫২) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আব্দুল্লাহ আল হারুন (৫৫), মো. ওসমান (৩০), মো.রাশেদুল আলম (২৮), মো. আলমগীর আজাদ (৬৮), মো. আব্দুল্লাহ আল মামুন (৫০), আব্দুল্লাহ আল মাহফুজ (৪৮)। তারা সবাই আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার বাসিন্দা। ঘটনায় আহতরা হলেন, বাদী মুহাম্মদ হাছন (৫২), আব্দুল হালিম (৫২), মো. মিজান (২৩)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ০৮ অক্টোবর সকালে বাদী মৌরশী জমিতে সাইনবোর্ড স্থাপন করেন। এর পরবর্তীতে সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে আসামিরা বাদীর বাড়ির সামনে গালাগালি করে। একপর্যায়ে আসামিরা অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করলে বাদীসহ ২জন গুরুতর আহত হয়।

মামলার বাদী মোহাম্মদ হাসান জানান, এর আগেও তারা বিভিন্ন সময় আমাদের ওপর হামলা মামলা করেছে। তাদের ভাই একজন পুলিশের ওসি। তার ইন্ধনে আমাদের ওপর এসব হামলা মামলা করছে। এবং স্থানীয় পুলিশকেও আমাদের ওপর ব্যবহার করতেছে। আমাদেরকে আঘাত করেছে মামলা নেইনি পুলিশ উল্টো থানায় আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আমারা আদলতের দারস্থ হয়েছি। তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ পরিবার বলে আমাদের ওপর নানাভাবে হয়রানী করছে এখনও তার ভাই ওসির প্রভাবে আমাদের ওপর হামলা করছে।

বিষয়টি জানতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ