30 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী-ছবি সংগৃহিত

বিএনএ, চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৬ দিন ধরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ফিশিং বোটটি কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ছিল।

শুক্রবার (১২নভেম্বর) বিকেল তিনটায় উদ্ধারকৃত জেলেদের কুতুবদিয়ায় বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ১৭ জেলে হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ বাহিনী জানায়, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ভাসমান অবস্থায় ৬ দিন সাগরে অবস্থান করে তারা। পরে টহলকাজে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান জেলেদের উদ্ধার করে।

বিএনএ/ এমএফ

Total Viewed and Shared : 130 


শিরোনাম বিএনএ