29 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » আবারও হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া

আবারও হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া

খালেদা জিয়া

ঢাকা:  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার(১১ সেপ্টেম্বর ২০২৪) গভীর রাতে ঢাকা শহরের বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বলেন, “মেডিকেল বোর্ড কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে। রিপোর্ট বিশ্লেষণ করে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেয়া হবে।”

বর্তমানে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। রাত ১টার দিকে গুলশানের বাসা থেকে প্রাইভেটকারে বের হয়ে তিনি ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান এবং কেবিনে স্থানান্তরিত হন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, এবং ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

জানা যায়,  গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসের জন্য তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এরপর তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে, পাঁচ মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল।

গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ