বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
ফয়সাল আহমেদ রুনু বলেন, “সম্মেলনকে ঘিরে আমাদের প্রস্তুতি চলছে। ২৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চাচা। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি হিসেবে আরও যারা উপস্থিত থাকবেন তাদের নাম পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।”
আরও পড়ুন: প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়দুল হাসান
বার্ষিক সম্মলনের প্রস্তুতির বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, “মঞ্চের কাজ দুই-একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এছাড়া, বর্ধিত সভা আয়োজনের পরিকল্পনা আছে আমাদের; তবে এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
প্রসঙ্গত, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সম্মেলন ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে শোডাউন করছেন পদ প্রত্যাশী নেতারা।
প্রায় সাত বছর পর শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০২২ সালের ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
বিএনএনিউজ/ সৈয়দ সাকিব, বিএম
Total Viewed and Shared : 1441