বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মামলার প্রধান আসামি বাবা জসিম উদ্দিন ও মামলার ৩ নম্বর আসামি তার ছেলে মোহাম্মদ রাহাত।
আটক জসিম উদ্দিন নগরের সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বাবা ও ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ৩২ বছর পর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার
তিনি বলেন, পাহাড়তলী থানার মো. হোসেন মান্না হত্যা মামলার আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মান্নাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মান্না ওই এলাকার বাসিন্দা। তিনি নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বিএনএনিউজ/বিএম
Total Viewed and Shared : 1521