29 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৩
Bnanews24.com
Home » ডেঙ্গুতে বরিশালে আরও দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে বরিশালে আরও দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে বরিশালে আরও দুইজনের মৃত্যু

বিএনএ, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৫৮ জন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: একনেকে ১৮ হাজার ৬৬ কোটি টাকার ১৯ প্রকল্প অনুমোদন

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা সুরা রানি (৫০) ও মেহেন্দিগঞ্জ উপজেলার আব্দুল সত্তার (৮০)। তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর মধ্যে সুরা রানি সোমবার (১১ সেপ্টেম্বর) ভর্তি হয়ে রাতেই মারা যান। আব্দুল সত্তার ৮ সেপ্টেম্বর ভর্তি হয়েছিলেন। সোমবার তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৬৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৭৭ জন, পটুয়াখালীতে ১০৮ জন, পিরোজপুরে ৬৮ জন, ভোলায় ৪৭ জন, বরগুনায় ৬২ জন এবং ঝালকাঠিতে ছয়জন রয়েছেন।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল, বিএম

Total Viewed and Shared : 1539 


শিরোনাম বিএনএ