32 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » মঙ্গলবার শপথ নেবেন ফারুক-ই-আজম

মঙ্গলবার শপথ নেবেন ফারুক-ই-আজম

বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

বিএনএ, ঢাকা:  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে  শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

মঙ্গলবার(১২ আগস্ট ২০২৪) সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে।

অপারেশন জ্যাকপটে(বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন) অংশ নেওয়া ফারুক-ই-আজম বীরপ্রতীক যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে শপথ গ্রহণে বিলম্ব হয়েছে। রোববার রাতে তিনি দেশে ফেরেন।

ছাত্র-জনতার গণ আন্দোলনে  আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টাকে রাষ্ট্রপতি শপথ পাঠ করান। পরে রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন।

বিদেশে থাকার কারণে ১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা  ফারুক-ই-আজম  বীরপ্রতীক শপথ নিতে বিলম্ব হয়েছে।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ