23 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » জ্বর হলে যে দোয়া পড়বেন

জ্বর হলে যে দোয়া পড়বেন

জ্বর হলে যে দোয়া পড়বেন

বিএনএ, ডেস্ক: সুস্থতা মহান আল্লাহর বড় নিয়ামত। মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি। স্বাভাবিকই অসুস্থতার কারণে জীবনযাত্রায় পরিবর্তন আসে। কেউ অসুস্থ হলে, ইসলাম চিকিৎসা নেওয়ার তাগিদ দিয়েছে। পাশাপাশি কিছু আমলও শিখিয়ে দিয়েছে, যেগুলোর দরুণ আল্লাহর রহমতে দ্রুত সুস্থতা লাভ হয়। জ্বর নিরাময়ে রয়েছে কুরআন-সুন্নাহয় ঘোষিত দোয়া ও আমল। আসুন জেনে নেই।

জ্বর নিরাময়ে যে দোয়া পড়বেন
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহিল কাবিরি, আউজু বিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আরিন, ওয়া মিন শাররি হাররিন নারি।

বাংলা অর্থ: মহান আল্লাহর নামে আমি মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের মন্দপ্রভাব থেকে।

উপকারিতা: আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) তাদের জ্বর ও অন্য সকল প্রকার ব্যথায় এই দোয়া পাঠ করতে বলতেন। (সুনানে তিরমিজি, হাদিস : ২০৭৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জ্বরের যথাযথ চিকিৎসা গ্রহণের পাশাপাশি দ্রুত নিরাময়ে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। জ্বর থেকে মুক্তি দিন। আমিন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ