25 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ২৭১ তালেবানকে হত্যার দাবি আফগান সরকারের

২৭১ তালেবানকে হত্যার দাবি আফগান সরকারের

৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল আফগান তালেবান

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার সংঘর্ষের ঘটনায় তারা নিহত হন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে- নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে।

এদিকে, রোববার রাতে গজনি প্রদেশের প্রধান শহরের অদূরবর্তী একটি এলাকা তালেবান দখলে নিয়েছে বলে আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। গজনি শহরেও তারা হামলা চালাচ্ছে।

তবে আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া সোমবার সকালে পাকতিয়া প্রদেশের প্রধান শহরে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ প্রাণ হারিয়েছে।

আফগানিস্তানে আলোচনা প্রক্রিয়া থমকে যাবার পাশাপাশি মার্কিন সেনা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার একই সময়ে তালেবান গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে এবং নতুন এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ