17 C
আবহাওয়া
২:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শশার বাম্পার ফলন

চট্টগ্রামে শশার বাম্পার ফলন

শশার বাম্পার ফলন

চট্টগ্রাম :  নগরের হালিশহর আনন্দবাজার এলাকাজুড়ে বিষমুক্ত মিষ্টি শশার বাম্পার ফলন হয়েছে।
No description available.
সোমবার(১২/৭/২০২১) সকালে গিয়ে দেখা গেছে, বাগান থেকে শশা সংগ্রহ করছে কৃষক জাহিদ। তিনি জানান বাগান থেকে সরাসরি বিক্রি করছি শশা মাত্র ত্রিশ টাকা কেজি দরে। চট্টগ্রামের বিভিন্ন বাজারে রপ্তানি করছি। বৃষ্টি কম হলে আরো বেশী লাভবান হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এপর্যন্ত ভালো দামে বিক্রি করছি। মিষ্টিশশা জাতের  হওয়াতে বাজারে এ শশার রয়েছে প্রচুর চাহিদা। প্রতিদিন বাগান থেকে দুই মন করে বিক্রি করছি পাইকারি আড়তদার গুলোতে। সরকারি ভাবে কোন সহযোগিতা পেলে আর ভালোফলন হবে বলে আশাবাদী। ছবিঃ বিএনএ

Loading


শিরোনাম বিএনএ