20 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » জবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

জবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

জবিতে সশরীরে পরীক্ষা শুরু ১০ আগস্ট

বিএনএ, জবি : দেশে করোনা সংক্রমণের হার না কমায় আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে। পরে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। এখন করোনার যে অবস্থা এর মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় এনে পরীক্ষা নেয়া সম্ভব না। তাই এই সিদ্ধান্ত।

এসময় তিনি আরো বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত সেমিস্টার ফি পরিশোধ করতে পারবে। কোনো ধরনের বিলম্ব ফি দিতে হবে না।

বিএনএনিউজ২৪/সাহিদুল, আমিন

Loading


শিরোনাম বিএনএ