28 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » বসিক নির্বাচন: আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বিপুল ভোটে জয়ী

বসিক নির্বাচন: আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বিপুল ভোটে জয়ী


বিএনএ, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন(বসিক) নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত  বিপুল ভোটে জয়ী হয়েছেন।বেসরকারি ফলাফলে জানা যায়, তিনি  ৫৩ হাজার ৪০৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

এর আগে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। আজ বরিশাল সিটির ১২৬টি কেন্দ্রে ইভিএম মেশিনে এই ভোট হয়। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত রয়েছেন বড় ব্যবধানে এগিয়ে।

কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া  উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।  প্রথমবারের মতো এখানে সব কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে নগরের ৩০ টি ওয়ার্ডের ১২৬ টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

বরিশালের এবারের সিটি নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের থেকে এক হাজার ৩২০ জন নারী ভোটার বেশি। আর নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ৩০টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনএ/সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ