31 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আগুনে পুড়ল দোকান

বিএনএ, গাজীপুর : ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘন্টায় চেষ্টায় গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার জৈনা বাজার-শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে মো. শাকিল নামে এক ব্যাক্তি শেড তৈরি করে পরিত্যক্ত তুলাসহ গামেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রেখেছিল। ওই ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাদের প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি শ্রীপুর ফায়ার সার্ভিস।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ