28 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবিতে মানববন্ধন

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারন শিক্ষার্থীরা।

এতে ব্যানার, ফেস্টুন ও দাবি সম্বলিত পোস্টার নিয়ে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপি মানববন্ধনে অংশ নেয়। এসময় কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ, জিএস সজিবুল হাসানসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন , ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি প্রদান করছে কর্তৃপক্ষ। তাই বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি বাতিল করে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবি জানান। দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ