30 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » বকশীগঞ্জ সরকারি কলেজে কর্মবিরতি

বকশীগঞ্জ সরকারি কলেজে কর্মবিরতি

বকশীগঞ্জ সরকারি কলেজে কর্মবিরতি

বিএনএ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। রোববার (১২ জুন) সকালে ময়মনসিংহের গফুরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সামনে শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরল ইসলাম আব্দুল্লাহ, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান মনি, প্রভাষক মিন্টু চন্দ্র দে, প্রভাষক আশরাফ হোসাইন, প্রভাষক সাঈদ আসাদুল্লাহ, প্রভাষক মারুফ আহমেদ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক মমিনুল ইসলাম, প্রভাষক ফজলে আমীন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক নাহিদুল ইসলাম, প্রভাষক অন্তিক সরকার, প্রভাষক শামীম হোসাইন ও প্রভাষত নয়ন মিয়া।

এসময় বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান। তারা ময়মনসিংহের গফুরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন। একই সাথে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

বিএনএ/শাহীন,এমএফ

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ