32 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » আমিরাতে ১৫ জুন থেকে গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি শুরু

আমিরাতে ১৫ জুন থেকে গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি শুরু

আমিরাতে ১৫ জুন থেকে গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি শুরু

ইউএই প্রতি‌নি‌ধি: সংযুক্ত আরব আমিরাতে গরমের তাপমাত্রা বেড়ে যাওয়ায় শ্রমিকদের জন্য আগামি ১৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি, দেশটির শ্রম নীতির অংশ হিসেবে মানব সম্পদ মন্ত্রণালয় এই কর্মসূচি ঘোষণা করেছেন।

মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক আগামি ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (৩মাস) দুপুর ১২.৩০ থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত মধ্যাহ্ন বিরতি অব্যাহত থাকবে। এসময়ের মধ্যে খোলা জায়গায় কেউ কাজ করতে পারবেনা।

দেশটির মানব সম্পদ মন্ত্রী ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর আমিরাতে যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন এদেশে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে দীর্ঘ ১৭ বছর ধরে এই মধ্যাহ্ন বিরতি চলে আসছে। কেউ যদি এই আইন অমান্য করে উক্ত আইন অমান্যকারি কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানাসহ লাইসেন্স বাতিলের মতো কঠোর শাস্তি দেয়া হবে। এছাড়া আইন অমান্যকারি শ্রমিকদেরও ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে।

তাই সকল শ্রমিকদের উল্লেখিত সময়ে খোলা জায়গায় কাজ না করে আইন মেনে চলার অনুরোদ জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

বি এনএ,  মুহাম্মদ সাইফুদ্দিন (খালেদ)

Total Viewed and Shared : 149 


শিরোনাম বিএনএ