বিএনএ, ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না । যাদের হাতে রয়েছে সেগুলোও ফেরত দিতে হবে।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে । এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
তিনি জানান, পোশাক শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে। ঈদে পশুর হাটে মলম পার্টি, ছিনতাই ঠেকাতে ও মানুষকে নিরাপত্তা দিতে ১০০ করে আনসার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনএ/ ওজি