34.3 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - মে ১২, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে প্রধান উপদেষ্টার আগমন ঘিরে উৎসবের আমেজ

হাটহাজারীতে প্রধান উপদেষ্টার আগমন ঘিরে উৎসবের আমেজ

হাটহাজারীতে প্রধান উপদেষ্টার আগমন ঘিরে উৎসবের আমেজ

বিএনএ, চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১৪ মে প্রথমবারের মত নিজ উপজেলা হাটহাজারী আসছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এদিকে হাটহাজারী উপজেলার জনগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ উপজেলার বিশ্ববরেণ্য কৃতীসন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ১৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এ উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিশ্ববিদ্যালয়টি হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের জোবরা গ্রামের পাশে অবস্থিত। সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়টির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পাশাপাশি অধ্যাপক ইউনূস জোবরা গ্রামের যেখান থেকে তিনি ক্ষুদ্রঋণের কার্যক্রম শুরু করেছিলেন সেই বাছাইয়ের দোকানস্থ তেভাগা খামার পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এ জোবরা গ্রামেই তিনি তার প্রথম ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করেছিলেন। এ ছাড়া তিনি তার জন্মস্থান হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সূত্রের বরাতে জানা গেছে, প্রফেসর ইউনূস দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে ৫ম সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ২২ জনকে পিএইচডি ডিগ্রি (২০১৫–২০২৫) প্রদান করা হবে।

ইউনূস অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারিদ্র বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করবে।

সরেজমিনে দেখা যায়, প্রধান উপদেষ্টার হাটহাজারী আগমন উপলক্ষে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন রূপে সাজানো হচ্ছে সবকিছু, সংস্কার হচ্ছে ভাঙাচোরা রাস্তাঘাট, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়াল লেখন, আলোক সজ্জা, তোরণ নির্মাণসহ ব্যাপক সাজ সজ্জার কাজ।

জোবরা গ্রামের প্রবীণ মুরুব্বি শামসু, কামাল উদ্দিন, শাহাব মিয়া, মোনাফ সওদাগরসহ অনেকেই জানান, ইউনূস আসবে বলে তাদেরসহ পুরো গ্রামবাসীর মধ্যে একটা অন্য রকম আনন্দ কাজ করছে। ঠিক ছোট বেলায় যেমন ঈদের আগেরদিন চাঁদরাতে আনন্দ অনুভূত হয় এখনও সেরকম আনন্দ বয়ে যাচ্ছে তাদের মধ্যে।

অপরদিকে প্রধান উপদেষ্টার পৈত্রিক বাড়ি নিজ জন্মস্থান বাথুয়া গ্রাম নিবাসী ফখরুল, কাশেম, জামাল মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, ‘ইউনূস সাহেব আমার এলাকার মানুষ। তিনার কারণে আজ আমাদের গ্রাম এলাকা পৃথিবীর বুকে পরিচিত। তিনি উপদেষ্টা হবার পর এই প্রথম আমাদের এলাকায় আসবেন, এযে কিরকম আনন্দের তা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। প্রধান উপদেষ্টার আগমনের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তারা।’

কর্মসূচি সফল করতে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা স্যারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কর্মসূচি সুন্দর করার জন্য আমরা সকলের সমন্বয়ে কাজ করছি।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ