বিএনএ, ঢাকা : গ্রেপ্তার হেফাজত ইসলামের নেতা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাদের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ অনেককেই গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিলো। পরে মঙ্গলবার রাতে তাদের স্থানান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি
Total Viewed and Shared : 143