Bnanews24.com
Home » লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে চলাচল করতে পাস দেবে পুলিশ
টপ নিউজ বাংলাদেশ মুভমেন্ট পাস রাজধানী ঢাকার খবর সব খবর

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে চলাচল করতে পাস দেবে পুলিশ

লকডাউনে চলতে লাগবে ‘মুভমেন্ট পাস’

বিএনএ, ঢাকা : লকডাউনে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য পাস দেবে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে পুলিশ অডিটোরিয়ামে ‘মুভমেন্ট পাস অ্যাপস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

এআইজি মিডিয়া সোহেল রানা জানান, অনলাইনে এই অ্যাপসে যে কেউ আবেদন করতে পারবেন। তবে প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে পাস ইস্যু করা হবে। আর অ্যাপসটিতে কিভাবে প্রবেশ করতে হবে তাও উদ্বোধনের পর জনগণের সামনে তুলে ধরা হবে।
বিএনএনিউজ/জেবি