22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের বিমানবন্দরে ড্রোন হামলা করল আইআরআই

ইসরায়েলের বিমানবন্দরে ড্রোন হামলা করল আইআরআই


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে দেশটির বৃহত্তম বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলা চারিয়েছে বলে দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।

সোমবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘গাজায় আমাদের লোকদের সমর্থনে দখলকারী সত্ত্বার (ইসরায়েলের) অভ্যন্তরে বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। যতদিন দখলদারিত্ব বন্ধ হবে না, ততদিন আমরা শত্রুর ঘাঁটি ধ্বংস করতে থাকব।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। চার মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় গাজায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারীও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ