26 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - জুলাই ১০, ২০২৫
Bnanews24.com
Home » পাগলা মসজিদে টাকার খনি

পাগলা মসজিদে টাকার খনি

পাগলা মসজিদে দানের টাকা

বিএনএ ডেস্ক: কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। শহরের রাখুয়াইল এলাকায় নরসুন্দা নদীর মাঝপথে প্রবাহিত নদীর মধ্যবর্তী স্থানে ঐতিহাসিক এ মসজিদ।

শনিবার (১২ মার্চ) সকালে পাগলা মসজিদের আটটি দানবাক্স (লোহার সিন্দুক) খোলা হয়। সেখানে ১৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণ-রৌপ্যলঙ্কারসহ বিদেশি মুদ্রা পাওয়া যায়।

প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। তবে করোনার কারণে এবার ৪ মাস পর খোলা হয়েছে সিন্দুকগুলো।

পাগলা মসজিদে দানের টাকা
পাগলা মসজিদে দানের টাকা

মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক, মোহাম্মদ শামীম আলম জানান, টাকা গণনায় রূপালী ব্যাংকের এজিএম ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা, এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ গণনা ও মূল্য নির্ণয়ে সারাদিন কেটে যাবে।

এর আগে গত ৬ নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়। তখন রেকর্ড ৩ কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় সিন্দুকে। এবার দানের টাকার পরিমাণ আরও বাড়তে পারে এমন ধারণা মসজিদ ব্যবস্থাপনা কমিটির।

মুসল্লিরা জানান, মনোবাসনা পূরণ হয় এমন ধারণা থেকে প্রতিদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ মসজিদে মানত ও দান করে থাকেন। গত আড়াইশ’ বছরের বেশি সময় ধরে দানের এই ধারাবাহিকতা বজায় আছে।

জেলা প্রশাসক শামীম আলম জানান, দানের টাকা মসজিদ কমপ্লেক্সের উন্নয়নসহ জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানার উন্নয়নের পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনা ও দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মানুষদের কল্যাণে ব্যয় করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ