29 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশের উপর হামলা: বিএনপির ১৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের উপর হামলা: বিএনপির ১৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মামলা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় যানবাহন ভাংচুর, নাশকতা, পুলিশের কাজে বাধা ও হামলা করায় বিএনপির ১৮১ জনের নামে মামলা করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার রাজ্যই ইউনিয়নের ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল বাজারে সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের ফেরানোর চেষ্টা করলে উল্টো পুলিশ উপর হামলা ও কাজে বাঁধা দেয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২) আটক করেন।

ওসি কামাল হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ