32 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - জুলাই ১৪, ২০২৪
Bnanews24.com
Home » লস অ্যাঞ্জেলসে বাস-বিমান সংঘর্ষে আহত ৫

লস অ্যাঞ্জেলসে বাস-বিমান সংঘর্ষে আহত ৫

লস অ্যাঞ্জেলসে বাস-বিমান সংঘর্ষে আহত ৫

বিএনএ: বিমানের সাথে বাসের সংঘর্ষ! অদ্ভুত শোনালেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা। সংঘর্ষে কারও প্রাণহানি না হলেও আহত হয়েছেন ৫ জন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে। শনিবার এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

জানানো হয়, আমেরিকান এয়ারলাইনসের এ ৩২১ ফ্লাইটের সাথে একটি শাটল বাসের সংঘর্ষ হয়েছে। রানওয়ের সাথে বিমানবন্দরের বিভিন্ন অংশে যোগাযোগে ব্যবহৃত রাস্তার কাছেই হয় এ দুর্ঘটনা। তবে ওই সময় বিমানে কোনো যাত্রী ছিল না।

সংশ্লিষ্টরা জানান, বিমানটি পাশে সরানো হচ্ছিল। এমন সময় এটির সাথে ধাক্কা লাগে বাসটির। এ ঘটনায় বিমানের সামনের দিকের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের কাঁচ ভেঙে যায় বাসেরও। বাসটির চালক ও যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ