28 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » আন্দোলন প্রত্যাহার করেছে শাবিপ্রবি শিক্ষার্থীরা

আন্দোলন প্রত্যাহার করেছে শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি শিক্ষার্থীরা

বিএনএ, সিলেট: শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর সকল দাবী মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্নআস্থা রেখে আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ।

আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবি আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী বলেছেন ভিসির বিরুদ্ধে করা শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের (রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) কাছে উপস্থাপন করবেন। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় পুলিশ। ওই ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়ী করে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ