30 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » জুরাছড়িতে শিক্ষিকার মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

জুরাছড়িতে শিক্ষিকার মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির দুর্গম জুরাছড়িতে শিউলি চাকমা নামে এক স্কুল শিক্ষিকার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জুরাছড়ি উপজেলার সরকারি আবাসিক ভবনের তালা ভেঙে দুর্বৃত্তরা স্কুল শিক্ষিকার মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। শিউলি চাকমা দীর্ঘদিন ধরে তার মেয়েকে নিয়ে উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন। তিনি মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শিউলি চাকমা বলেন, ভবনের গেট তালা বন্ধ থাকে। আমরা গতকাল বিশেষ কাজে রাঙামাটি এসেছি। খবর পাই সকালে। আমি কখনো কারও ক্ষতি করিনি কিন্তু স্কুলে যাওয়ার একমাত্র ভরসা মোটরসাইকেল পুড়িয়ে দিল।

এ বিষয়ে জুরাছড়ি থানার এসআই মোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ