21 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭৫

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭৫

বিশ্বে করোনায় আক্রান্ত নয় কোটি ৬০ লাখ ছাড়াল

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষায় ৭৫জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ৬৯ জন এবং উপজেলায় ৬ জন।এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৫৩ জন। মঙ্গলবার ( ১২ জানুয়ারি ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদেনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব ১০৩টি নমুনা পরীক্ষায় ৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৭৮টি নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪টি নমুনা পরীক্ষায়৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৬জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮০টি নমুনা পরীক্ষায় ৮ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম  জেনানারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫০টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা হয়। এতে ৭৫জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যার মধ্যে নগরে ৬৯ জন এবং উপজেলায় ৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫৩ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ