16 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » তফসিল ঘোষণায় ‘আশ্বস্ত’ বিএনপি: মির্জা ফখরুল

তফসিল ঘোষণায় ‘আশ্বস্ত’ বিএনপি: মির্জা ফখরুল


বিএনএ, ঢাকা : আসন্ন জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণার পর বিএনপি মহাসচিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আজকের তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে। আজকের এ ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণের ভোটের অধিকার বাস্তবায়িত করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণায় আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। মূল বিষয়টা হচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা হয়েছে, একইসঙ্গে গণভোট। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর নির্বাচনে পরিণত করবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বরাবর বলেছি যে নির্বাচনের ব্যাপারে কোনো আশঙ্কা নেই। নির্বাচন হতেই হবে, তফসিল ঘোষণা হয়েছে, ইনশল্লাহ নির্বাচন হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ