16 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব


বিএনএ, ঢাকা : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দিক বিবেচনায় কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী অভিযোগ করার সুযোগ না পায়।

এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি  বলেন, কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের বিভিন্ন পরিপত্র জারি করা হবে এবং এসব পরিপত্র ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, তবে আইফোন ব্যবহারকারীদের অনুমোদন এখনো পাওয়া যায়নি। আশা করা হচ্ছে তফসিল ঘোষণার পর আইফোন ব্যবহারকারীরাও নিবন্ধন সুবিধা পাবেন।

আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান তাদের প্রক্রিয়া ইসির মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিদেশে থাকা ভোটারদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার। এর মধ্যে প্রবাস থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। বাকিরা দেশের অভ্যন্তরের ভোটার। তিনি বলেন, যদি নিবন্ধন সংখ্যা ১০ লাখ অতিক্রম করে, তবে অতিরিক্ত আরও ১০ লাখ নিবন্ধনের সুযোগ খুলে দেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ