16 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » সচিবালয় থেকে বিক্ষোভকারী ৪ কর্মচারী আটক

সচিবালয় থেকে বিক্ষোভকারী ৪ কর্মচারী আটক


বিএনএ, ঢাকা : অর্থ উপদেষ্টাকে সচিবালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভকারী ৪ কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয় থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান আটকের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক চারজন হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজামুদ্দিন। আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, চারজনকে আটক করেছি। যাচাই-বাছাই করে দেখা হবে, কার কতটুকু দায় আছে। স্পটে যারা আইন ভেঙেছে, তাদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। এটা অব্যাহত থাকলে যতজন আইন ভাঙবে সবাইকে আইনের আওতায় আনা হবে। ভিডিও ফুটেজ আছে, সেগুলো যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ