16 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন


বিএনএ, ঢাকা:সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য রেজিস্ট্রার ও কর্মকর্তারা।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এই অধ্যাদেশ অনুযায়ী, বিচার বিভাগের সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব এখন থেকে পালন করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। অর্থাৎ অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার সবকিছু এখন থেকে করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। যা এতদিন নির্বাহী বিভাগ তথা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের হাতে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ