24 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ’টাকা গুনে নেয়া সুন্নত’ বলা সেই এসআই ক্লোজড

’টাকা গুনে নেয়া সুন্নত’ বলা সেই এসআই ক্লোজড

ঘুষ নেয়ার অভিযোগে এসআই মাহফুজুর রহমান ক্লোজড

বিএনএ, চাঁদপুর : কিস্তিতে ঘুষ নেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। ঘুষের টাকা  গুনতে গুনতে বলেন, ‘টাকা গুনে নেওয়া সুন্নত’। সেই পুলিশ কর্মকর্তাকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, চাঁদপুরের হাজীগঞ্জে একটি দোকানে সাদা পোশাকে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের ঘুষের টাকা গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওচিত্রে দেখা গেছে, এসআই মাহফুজুর রহমান ওই চেয়ারে খোশ মেজাজে বসে আছেন। তিনি বলছেন, ১০ হাজার টাকা কইছি এক টাকাও কম হইতো ‘ন’।

উপ-পরিদর্শক মাহফুজ আরেক ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে হাসতে হাত এগিয়ে দিলে মানিব্যাগ থেকে টাকা বের করে মাহফুজের হাতে দেন। ওই ব্যক্তি টাকা দিতে দিতে বলেন, যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম আমি। এসময় এক ব্যক্তি বলছেন গইন্নেন না, গইন্নেন না।

তখন মাহফুজ বলেন, ‘টাকা গুনে নেয়া সুন্নত’। প্রথম ব্যক্তি বলছেন, রুম অন্ধকার, আল্লাহ কইছে মাইনসেরে দেহাই কিল্লাই। এসময় মাহফুজ মুচকি হাসতে হাসতে টাকা গুনছেন কয়েকবার। এসময় ২য় ব্যক্তি বলছেন, চা খাবেন, মাহফুজের জবাব পরে খাবো বলে টাকা হাতের মুঠে নিয়ে বের হয়ে যান।

চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব গণমাধ্যমকে জানান, ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে উপ-পরিদর্শক মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফরিদগঞ্জ থানা থেকে হাজীগঞ্জ থানায় বদলি করা হয় উপ-পরিদর্শক মাহফুজুর রহমানকে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তবে গত দেড় মাস আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বদলি হলেও অদৃশ্য খুঁটির জোরে চাঁদপুরের হাজীগঞ্জ থানা ছাড়েনি তিনি।

বিএনএনিউজ/ আরএস,ওজি/শাম্মী/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ