21 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১১, ২০২৩
Bnanews24.com
Home » আইসল্যান্ডে ১৪ ঘন্টায় ৮০০ বার ভূমিকম্প

আইসল্যান্ডে ১৪ ঘন্টায় ৮০০ বার ভূমিকম্প


বিএনএ, ডেস্ক :ইউরোপের দেশ আইসল্যান্ডে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।বার্তাসংস্থা এএফপি জানায়,শুক্রবার(১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেইকানেস উপদ্বীপে এ  ভূমিকম্প ঘটে।৮ শতাধিকবার ভূমিকম্পের  পরপরই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় পুলিশপ্রধান।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূকম্পন আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতা অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে।

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ