27 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া


বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাকিস্তানীদের স্বপ্ন ভেঙ্গে টি -টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১১ মে) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এক ওভার বাকী থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অসিরা।

প্রথম দিকে উইকেট হারিয়ে চাপে পড়া অসিরা রোমাঞ্চিত জয় পেল। পর পর তিনটা ছক্কা। অনেকটা ম্যাথু ওয়েড ঝড়ে উড়ে গেল পাকিস্তান। 

শেষ ১২ বলে জেতার জন্য অসিদের দরকার ছিল ২২ রান। হাতে ৫ উইকেট। ১৯ তম ওভার করতে আসে শাহীন শাহ আফ্রিদি। তার বলে পর পর তিনটা ছক্কা মেরে ম্যাচটা নিজেদের করে নেন ম্যাথু ওয়েড। যদিও ওই তিন ছক্কা মারার আগে ম্যাথু ওয়েড জীবন ফিরে পান। হাসান আলীর হাতে ক্যাচ দিলেও তা ধরতে ব্যর্থ হয়। ১৭ বল খেলে দুই চার ও চারটি ছক্কার সাহায্যে ৪১ করে অপরাজিত থাতেন ম্যাথু।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও রিজওয়ান। ম্যাচের প্রথম থেকে দেখেশুনে খেলে পাওয়ার প্লেতে ৪৭ রান তোলে তারা।

ষষ্ঠ ওভার করতে আসা জাম্পার চতুর্থ বলে বাবর সিঙ্গেল নিয়ে দলীয় রান অর্ধশত করে। দশম ওভার করতে এসে জাম্পা ছন্দে থাকা বাবর আজমকে ফিরিয়ে ৭১ রানে জুঁটি ভাঙ্গেন। লং অন দিয়ে ছক্কা হাকাঁতে গিয়ে ওয়ার্নারের হাতে ক্যাচ হন তিনি। আউটের আগে ৩৪ বলে ৫ চারে করেন ৩৯ রান এই পাক অধিনায়ক। এরপর রিজওয়ানকে সঙ্গ দিতে ব্যাট করতে নামে ফখর জামান।

বাবরের বিদায়ের পরও রানের চাঁকা সচল রাখে রিজওয়ান। ১৪ ওভারের শেষ বলে হ্যাজেলউডের বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি তুলে নেন রিজওয়ান। এটি তার টুর্নামেন্টে তৃতীয় ফিফটি।

অষ্টাদশ ওভার করতে আসা মিশেল স্টার্ক দূদার্ন্ত ব্যাট করতে থাকা রিজওয়ানকে ফিরিয়ে ৬৭ রানের জুটিঁ ভাঙ্গেন।আউটের আগে রিজওয়ানের ব্যাট থেকে আসে ৫২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৭ রান।

এরপর আসিফ আলি নেমে শূন্য রানে ফিরে। প্যাট কামিন্সকে তুলে মারতে গয়ে লং অনে স্মিথের হাতে ক্যাচ হন তিনি।

ম্যাচের শেষ ওভারে দ্বিতীয় বলে সোয়েব মালিক  ১ রানে বোল্ড হন স্টার্কের বলে। ওই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি তুলে নেন ফখর জামান।শেষ বলে সিঙ্গেল নিয়ে দলীয় রান ১৭৬ করেন তিনি।

৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন ফখর জামান।

এদিন দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ।

রোববার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ