34 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » ইবির সাবেক উপাচার্য ড. কায়েস উদ্দিন আর নেই

ইবির সাবেক উপাচার্য ড. কায়েস উদ্দিন আর নেই


বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কায়েস উদ্দীন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

অধ্যাপক কায়েস উদ্দীন ১৯৩৭ সালের ১৫ জুলাই চাঁপানবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ডিস্টিংশনসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি এবং ১৯৫৯ সালে প্রথম শ্রেণিতে এমএ ১৯৬৪ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৮৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগে যোগদান করে ১৯৮৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি ৩ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ১৮ অক্টোবর ২০০০ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

পরবর্তীকালে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, বিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য ছিলেন। এছাড়া তার দায়িত্বে থাকা অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৩৭-১৫৭ মোট ২৪টি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

এদিকে তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরাও শোকপ্রকাশ করেছেন।

বিএনএ/ তারিক, এমএফ

Total Viewed and Shared : 115 


শিরোনাম বিএনএ