পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে ম্যাচটি দেখতে দুবাই যেতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দি নিউজ অনলাইন।
বৃহস্পতিবার(১১নভেম্বর) রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এ ম্যাচের বিজয়ী দল ১৪ নভেম্বর ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বুধবার রাতে বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড।
দি নিউজ জানায়, পাকিস্তান ফাইনালে উঠলে, দুবাইতে যাবার জন্য ইমরানকে অনুরোধ করেছেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। দুবাই সফর নিয়ে পরিকল্পনাও করছে পাকিস্তান সরকার। তবে সবকিছুই নির্ভর করবে আজকের ম্যাচের উপর।
সুপার টুয়েলভে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবগুলো জিতে অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান দল।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান এক সময় পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন।
বিএনএ নিউজ২৪,জিএন