14 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ১৭৩ জন বিএনপি নেতার বিচার শুরু চট্টগ্রামে

১৭৩ জন বিএনপি নেতার বিচার শুরু চট্টগ্রামে

১৭৩ জন বিএনপি নেতার বিচার শুরু চট্টগ্রামে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ১১ বছর আগে নাশকতা ও হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১৭৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) অতিরিক্ত সপ্তম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শামসুল আরেফিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শাহেদুল আজম শাকিল জানান, চার্জ গঠনের দিন মঙ্গলবার ধার্য ছিল। সেই অনুযায়ী চার্জ গঠন হয়েছে। আগামী ৯ জানুয়ারি সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলায় অন্য আসামিদের মধ্যে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম ও যুগ্ম আহবায়ক এসকে খোদাসহ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

একঘণ্টা ব্যাপী শুনানি শেষে আদালত কেন্দ্রীয় বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ১৭৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। চার্জ গঠনের সময় আদালতে আসলাম চৌধুরীসহ ৯৪ জন আসামি উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় ২০১২ সালের ১৩ মে পুলিশের কাজে বাধা দেওয়াসহ সড়কে নাশকতা এবং মো. জিসান নামের এক যুবক নিহত হন। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। পরে তদন্ত শেষে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও হত্যার অভিযোগে পৃথক তিনটি অভিযোগপত্র দেওয়া হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ