16 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে যুবলীগ নেতা হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে যুবলীগ নেতা হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে যুবলীগ নেতা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওবায়দুল কাদের ওরফে ওবায়েদুল্লাহ সুমন (৩৮) এবং আল আমিন সাগর (৩০)। এর মধ্যে সুমন রাঙ্গুনিয়ার মুরাদনগরের পাঠান পাড়ার নবীর হোসেনের ছেলে এবং সাগর রমজান আলীর ছেলে।

এর আগে সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে এ মামলার প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন ওরফে মঈনুকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বুধবার (১১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: মিজানুর রহমান মজুমদারের সাথে ফুলগাজী যুবলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

তিনি জানান, রাঙ্গুনিয়ায় মঞ্জুরুল ইসলাম মঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিন সাগরকে হাটহাজারী থানার আব্বাসিয়ার পুল এলাকা থেকে গতরাতে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে মামলার অপর আসামি ওবায়েদুল্লাহ সুমনকে পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব চট্টগ্রামের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ