18 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন

বিএনএ,ক্রীড়া ডেস্ক :নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ দলের স্বপ্ন বৃষ্টিতে ভেসে গেল। চতুর্থ দল হিসেবে তাদের সেমিতে যেতে হলে আজ আরব আমিরাতকে হারাতে হতো।ফলে নিশ্চিত সেমিফাইনালে আর উঠা হলো না তাদের।

বৃষ্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পায়ের গোড়ালি পর্যন্ত পানি জমে যায়। নির্ধারিত সময় সকাল নয়টায় ম্যাচও শুরু হতে পারেনি। ম্যাচের কাট অফ টাইম ১১টা ২৭ মিনিটে নির্ধারিত ছিল। কিন্তু সকাল ১০ টা ৪০ মিনিটে আম্পায়াররা অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানিয়ে দেন খেলা এই মাঠে গড়ানো সম্ভব নয়।

নারী এশিয়া কাপে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলো খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬। আমিরাতের বিপক্ষে টাইগ্রেসরা জিতলে নেট রান রেটের হিসাব আসতো না।

টাইগ্রেসরা মূলত পিছিয়ে পড়েছে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়েও ৭ উইকেটে ৩৭ রানের বেশি তুলতে পারে। এর আগে হেরেছে ভারত ও পাকিস্তানের কাছে।

বর্তমানে ৬ ম্যাচ খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬, রান রেট -০.৯৪৯। অন্যদিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের, রান রেট +০.৪২৩।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ