30 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত দেড় শতাধিক

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত দেড় শতাধিক


বিএনএ, বিশ্বডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় এবং আকস্মিক বন্যায় গত দুই দিনে ১৫০ জনের বেশি মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরো কয়েক ডজনের বেশি। তাদের মধ্যে লিবিয়া ন্যাশনাল আর্মির সাত সদস্যও রয়েছেন।

সোমবার (১১ সেপ্টম্বর) বেনগাজির রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, বন্যায় মৃতের সংখ্যা ২৫০ জনে পৌঁছতে পারে।

তিনি বলেন, ‘আমরা ভবন ধসের পর অন্তত ১৫০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। মৃতের সংখ্যা আড়াইশ জনে পৌঁছাতে পারে শঙ্কা করছি। পরিস্থিতি ভীষণ বিপর্যয়কর হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, দেশটির বেনগাজি, সোসি, আল-বায়দা, আল-মারজ এবং দেরনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বন্যায় তলিয়ে যাওয়া গাড়ির ছাদে অনেক মানুষ আটকা পড়েছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যম অলমোস্তবালের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বন্যার পানিতে একাধিক গাড়ি ভেসে যাচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত পানি উঠে গেছে। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ