বিএনএ, ঢাকা : জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম কন্যা সন্তানের বাবা হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সোমবার সকালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াতের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাসন্তান। মা ও সদ্যজাত মেয়ে দুজনেই এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এটি মুশফিকের দ্বিতীয় সন্তান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন তিনি।
দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লেখেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও শিশু দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 1466